Skip to content

Latest commit

 

History

History
16 lines (11 loc) · 4 KB

HOWTO-bn.md

File metadata and controls

16 lines (11 loc) · 4 KB

অন্য ভাষায় এটা পড়ুন : English, Français, Español, 简体中文, हिन्दी, 繁體中文, Português (BR), فارسی, Русский, Deutsch, Bahasa Indonesia, Tiếng Việt, عربي, বাংলা.

Free-Programming-Books রিপোজটরি তে স্বাগতম! আমরা নবাগত কন্ট্রিবিউটরস দের স্বাগতম জানাই; এমনকি যারা গিটহাবে এই প্রথম কোন "পুল রিকোয়েস্ট" তৈরি কয়েছেন। যদি আপনি তাদের একজন হয়ে থাকেন তাহলে নিচের রিসোর্স গুলো আপনার কাজে লাগতে পারেঃ

কোন প্রশ্ন করতে দ্বিধাবোধ করবেন না। সব কন্ট্রিবিউটরই ফার্স্ট পুল রিকোয়েস্ট থেকে শুরু করেছিল। আপনিও হতে পারেন আমাদের সহস্রতম কন্ট্রিবিউটর!

এমনকি আপনি যদি একজন অভিজ্ঞ ওপেন-সোর্স কন্ট্রিবিউটর ও হয়ে থাকেন, কখনও কখনো কিছু জিনিস ভুল হতেই পারে। যখন আপনি আপনার পুল রিকোয়েস্ট সাবমিট করবেন গিটহাব একশনস আপনার কোড কে যাচাই-বাছাই করবে, কখনো বা স্পেসিং বা ক্যাপিটালাইজেশন এর মত ছোটখাটো জিনিস খুঁজে বের করবে। যদি আপনি সবুজ বাটন পেয়ে যান, তাহলে বুঝতে পারবেন সবকিছু রিভিউ এর জন্য প্রস্তুত। কিন্তু যদি আপনি সবুজ বাটন না পান তাহলে ফেইল্ড হওয়া চেক এর নিচে "Details" এ ক্লিক করলে সমস্যাগুলি খুঁজে বের করতে পারবেন। তারপর সেই সমস্যাগুলো ফিক্স করার পর আপনার পুল রিকোয়েস্ট এ কমিট করবেন।

যদি আপনার সন্দেহ হয় যে আপনার রিসোর্স "Free-Programming-Books" এর জন্য উপযুক্ত কিনা, এই গাইডলাইন্স পড়ে দেখুন- CONTRIBUTING